ভি আই পি সড়ক সংলগ্ন এলাকায় রাস্তার বেহাল অবস্থা

ত্রিপুরা আগরতলা : বেহাল রাস্তা। চলাচলের অনুপযোগী। দ্রুত রাস্তা সংস্কার না হলে আগামী দিনে পথ অবরোধ, ভোট বয়কটের হুমকি দিলেন ভুক্তভোগীরা। ঘটনা রাজ্যের কোন প্রত্যন্ত কিংবা মহকুয়া সদর এলাকায় নয়, খোদ রাজধানীর পুর নিগম এলাকার ভিআইপি সড়ক সংলগ্ন খেজুরবাগানস্থিত চৌধুরী কমপ্লেক্স এলাকায়। জানা গেছে বড়জলা বিধানসভা কেন্দ্রের অধীন রাস্তাটি। প্রতিদিন প্রচুর মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে। কিন্তু এই রাস্তাটি সংস্কার করা হচ্ছে না। ফলে বৃষ্টি হলেই জল-কাদায় একাকার হয়ে যায়। ছোট ছোট ছেলে-মেয়েরা স্কুলে যেতে পারেন না। এলাকায় কেউ অসুস্থ হলে হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স নিয়ে ঢুকতে পারেন না। প্রায়শই এলাকার যুবরা বাইক নিয়ে দুর্ঘটনায় পড়ছেন। অভিযোগ দীর্ঘ বাম আমল ও বর্তমানে রাম আমলে কেউই এই রাস্তা তৈরি করে দিতে উদ্যোগ নিচ্ছেন না। ফলে সমস্যায় পাড়ার লোকজন। ভুক্তভোগীদের মধ্যে ক্ষোভ ক্রমেই ধুমায়িত হচ্ছে। তাদের অভিযোগ স্থানীয় পুর নিগমের কর্পোরেটরের দেখা মিলেনি ভোটের পরে। স্বাভাবিক ভাবেই হতাশ এবং ক্ষুব্ধ তারা। এদিন গ্রামের লোকজন সাফ জানান রাস্তা সংস্কার না হলে আগামী দিনে পথ অবরোধ ও ভোট বয়কট করবেন। এখন দেখার রাজধানীর মধ্যে এমন বেহাল রাস্তা সংস্কারে কর্তৃপক্ষ ব্যবস্থা নেন কিনা?

Related posts

Offers for Group D post to be released soon: CM

CM listens to PM Modi’s Mann Ki Baat

সাহিত্যিক ধবল কৃষ্ণ দেববর্মণের হাত ধরে প্রাক-উন্মোচন মাস্টার অব টাইম-র