ট্রেনের ধাক্কায় মৃত্যু যুবকের

ত্রিপুরা আগরতলা : হোটেল থেকে খাবার আনতে গিয়ে ট্রেনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু এক দিব্যাঙ্গন যুবকের।ঘটনায় এলাকায় শোকের ছায়া। মৃতের নাম অভিজিৎ দেব। বয়স আনুমানিক ২২ বছর। শুক্রবার ঘটনাটি ঘটে শ্রীনগর থানা এলাকায়। জানা গেছে তোলাকোনা দাস পাড়া এলাকার স্থানীয় যুবক থালা নিয়ে বাড়ি সংলগ্ন এলাকায় হোটেল থেকে ভাত আনতে যাচ্ছিল। দিব্যাঙ্গন যুবকটি যখন রেল পথ পার হচ্ছিল, তখনই চলে আসে আগরতলা-শিলচরগামী ট্রেন। অভিযোগ তখনই ট্রেনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হয় যুবকের। ঘটনায় খবর পেয়ে ছুটে আসে লোকজন ও শ্রীনগর থানার পুলিস। ঘটনাস্থলে ছুটে যায় আগরতলা সরকারি রেল থানার পুলিস। তারা মৃতদেহ উদ্ধার করে জিবিতে পাঠিয়ে দেয়।

Related posts

PACS to be computerized, multi-purpose PACS at Panchayat level Soon: CM

ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় জি আর পির জালে রাজ্য ও বহিঃরাজ্যের ৯ জন

সমবায় ক্ষেত্রে উন্নয়নের মাধ্যমে দেশকে শক্তিশালী করা সম্ভব হবে: মুখ্যমন্ত্রী