অবৈধ পার্কিং-র বিরুদ্ধে শহরে অভিযান

ত্রিপুরা আগরতলা : রাজধানীতে বাড়ছে যানবাহন। অবৈধভাবে বিভিন্ন জায়গায় যানবাহন পার্কিং করছেন যান চালকরা। এতে শহরে যানজটের সৃষ্টি হচ্ছে। সমস্যায় পড়ছেন লোকজন। অভিযোগ এসবের বিরুদ্ধে ট্রাফিকের নেই কোন কার্যকরী পদক্ষেপ। ফলে দিব্যি যত্রতত্র যানবাহন পার্ক করা হচ্ছে। এই অবস্থায় অবশেষে ঘুম ভাঙল ট্রাফিকের। সোমবার ট্রাফিক সুপার মানিক লাল দাসের নেতৃত্বে অবৈধ পার্কিং এর বিরুদ্ধে শহরে অভিযান চালানো হয়। বটতলা এলাকায় চলে অভিযান। শুধু অবৈধ পার্কিং নয়, নিয়ম মেনে যারা যানবাহন চালাচ্ছেন না তাদের বিরুদ্ধেও অভিযান চলে। ট্রাফিক সুপার জানান ৬ মাসে ২১ হাজার ড্রাইভিং লাইসেন্স বাজেয়াপ্ত করা হয়েছে। তারমধ্যে ৭ হাজার সাসপেন্ড করা হয়েছে। অন্য গুলির প্রক্রিয়া চলছে। তিনি জানানচ বহু যানবাহনের রেজিস্ট্রেশন বাতিল করার প্রক্রিয়া শুরু হয়েছে।এভাবে প্রতিনিয়ত অভিযান জারি থাকবে বলে ট্রাফিক সুপার জানান।দেখার ট্রাফিকের অভিযানের পরে শহরে অবৈধ পার্কিং বন্ধ হয় কিনা?

Related posts

পূর্ব আগরতলা থানার পুলিসের জালে যুবতী সহ ৪

শ্রম ভবনে গণডেপুটেশন দিল অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেস

সদর মহকুমা সম্মেলনকে সামনে রেখে বাইক রেলি