রাজধানীতে প্রতিবাদ মিছিল বাম ছাত্র- যুব সংগঠনের

ত্রিপুরা আগরতলা : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানালো চারটি বামপন্থী ছাত্র-যুব সংগঠন। সোমবার আগরতলা শহরে বিক্ষোভ মিছিল করে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, উপজাতি যুব ফেডারেশন, ভারতের ছাত্র ফেডারেশন ও উপজাতি ছাত্র ইউনিয়ন। এদিন বিকেলে মেলারমাঠ ছাত্র-যুব ভবনের সামনে থেকে বের হয় বাম ছাত্র-যুবদের স্লোগান সোচ্চার মিছিল। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলের নেতৃত্বে ছিলেন যুব নেতা পলাশ ভৌমিক, কৌশিক রায় দেববর্মা, কুমুদ দেববর্মা, ছাত্র নেতা সুলেমান আলি, সন্দীপন দেব, নেতাজী দেববর্মা, সুজিত ত্রিপুরা সহ অন্যরা। তাদের অভিযোগ সর্বভারতীয় পরীক্ষায় একের পর এক দুর্নীতি হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথের দশদিনে শিক্ষাক্ষেত্রে চারটি বড় কেলেঙ্কারি হয়েছে। অভিযোগ সম্প্রতি নীট ইউ জি ও নীট পিজি প্রশ্নপত্র নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ নীট ইউ জি প্রশ্নপত্র কেলেঙ্কারি হয়েছে। বিপুল অর্থ লেনদেন হয়েছে। এনিয়ে সরব দেশের বিভিন্ন জায়গায় ছাত্র সংগঠন গুলি। বিশেষ করে বিরোধী ছাত্র সংগঠন গুলি। এদিন যুব নেতা পলাশ ভৌমিক বলেন, বহু ছাত্র- ছাত্রীর ভবিষ্যৎ আজকে বিপাকে। পড়ুয়াদের ভবিষ্যৎ খাদের কিনারায় এনে দাঁড় করিয়ে দিয়েছে বিজেপি সরকার। মিছিল থেকে তারা এদিন দাবি জানান অবিলম্বে এই শিক্ষা দুর্নীতির দায়িত্ব কাঁধে নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে।প্রকৃত দোষীদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করতে হবে।

Related posts

এখনও নিয়োগ না করায় ক্ষুব্ধ টেট উত্তীর্ণরা বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেপ্তার হলেন

মরশুমে দ্বিতীয় জয় অর্জন করলো জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব

Karyakartas must build strong bonds with people: CM