ত্রিপুরা আগরতলা : অল্পেতে বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পেল রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবির প্রসূতি বিভাগের অপারেশন থিয়েটার।দমকল কর্মীদের চেষ্টায় আগুন আয়ত্বে আসে। এসি সহ বিভিন্ন যন্ত্রাংশের ক্ষতি হয়েছে অগ্নিকাণ্ডে। ঘটনাটি ঘটে বুধবার বিকেলে। আচমকা প্রসূতি বিভাগের কর্মীদের নজরে আসে ঘটনাটি। কালো ধুয়ায় ছেয়ে যায় পুরো রুম। সঙ্গে সঙ্গে খবর পেয়ে ছুটে আসেন কুঞ্জবন দমকলের কর্মীরা। তারা কাঁচের জানালা ভেঙে ঘরে ঢুকে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন জিবি ও এজিএমসির এম এস শঙ্কর চক্রবর্তী। তিনি জানান, ওটিতে কোন রোগী কিংবা কেউ ছিল না। তাই বড় ধরণের কোন দুর্ঘটনা ঘটেনি। তবে এসি সহ বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট হয়েছে। অন্য জায়গায় স্থানান্তর করা হয়েছে প্রসূতি বিভাগের অপারেশন থিয়েটার। পূর্ত দপ্তর সহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে সারাই করা হবে ক্ষতিগ্রস্ত রুমটি।
জিবিতে অল্পেতে বড় ধরণের দুর্ঘটনা এড়ানো গেল
314
previous post