ইন্সপেক্টর স্তরে নয়জনকে বদলি করা হয়

ত্রিপুরা আগরতলা : পুলিসের ইন্সপেক্টর স্তরে রদবদল। বুধবার পুলিসের মহা নির্দেশক স্বাক্ষরিত বদলির আদেশ বের হয়। পূর্ব আগরতলা থানার ওসি করা হয়েছে রানা চট্রোপাধ্যায়কে। তাকে বিশালগড় থানা থেকে বদলি করে আনা হয়েছে।পূর্ব থানার ওসি সঞ্জিত সেনকে বদলি করা হয়েছে বিশালগড় থানায়। কদমতলা থানার ওসিকে বদলি করা হয়েছে মধুপুর থানায়।এদিন ইন্সপেক্টর স্তরে নয়জনকে বদলি করা হয়।

Related posts

মুখ্যমন্ত্রীর হাত ধরে প্রবীণদের মধ্যে শীত বস্ত্র বিলি

বীরবাল দিবস পালন করলো ত্রিপুরা প্রদেশ বিজেপি

নিজের হাতে থাকা ৩ দপ্তরের জেলা ভিত্তিক পর্যালোচনা সভা মন্ত্রী সুধাংশু দাসের