ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া হবে- রতন

ত্রিপুরা আগরতলা : টিপিএসসির মাধ্যমে ৬০ জন কৃষি আধিকারিক নিয়োগের ইন্টার্ভিউ নেওয়া হয়েছিল। কিন্তু ১ জন পাওয়া যায়নি। শীঘ্রই ৫৯ জন এগিকালচার অফিসাররের অফার ছাড়া হবে।বুধবার মহাকরণে সাংবাদিক সম্মেলনে একথা জানান কৃষিমন্ত্রী রতন লাল নাথ। তিনি পাশাপাশি জানান রাজ্যে কৃষি জমি কম, বন ভূমি বেশি। কিন্তু এর পরেও রাজ্যে কৃষিতে স্বাবল্মবি হওয়ার সুযোগ বেশি। সব সময় কৃষকদের পাশে বর্তমান রাজ্য সরকার রয়েছে।তিনি বলেন,মিধিলি ঘূর্ণিঝড়ে যেসব কৃষকের জমির ফসল ক্ষতি হয়। তাদের প্রতি হেক্টর পিছু ক্ষতিপূরণ আট হাজার ৫০০ টাকা করে চৌদ্দ কোটি আটান্ন লাখ টাকার উপর মঞ্জুরি দেওয়া হয়েছে এস ডি আর এফের মাধ্যমে। ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা আটান্ন হাজার ২১০ জন।মন্ত্রী জানান উদ্যানবিদ্যায় ক্ষতি হয়েছে চাষিদের মিধিলি ঘূর্ণিঝড়ে। সেই কৃষকরাও ক্ষতি পূরণ পাবেন। টাকা মঞ্জুর হয়েছে। মন্ত্রী জানান জোলাইবাড়িতে একটি অনুষ্ঠান করে ক্ষতিগ্রস্তদের একাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে। এছাড়া বীমা কোম্পানির তরফেও ক্ষতিপূরণ ১০-১৫ দিনের মধ্যে পাঠানো হবে। মন্ত্রী এদিন জানান এগ্রিকালচার অফিসারের সংকট আছে। তিনি জানান টি পি এস সির মাধ্যেমে উনষাট জন অফিসার নিয়োগ করা হচ্ছে।

Related posts

Power Minister extends financial help to two needy families in Mohanpur

প্রথম ডিভিশন ফুটবলে ফরোয়ার্ড ক্লাব ও টাউন ক্লাবের হাড্ডাহাড্ডি লড়াই, ম্যাচ ড্র

বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার উদ্যোগে শিক্ষা অধিকর্তাকে ডেপুটেশন, কিচেন গার্ডেন নিয়ে একাধিক দাবি