ফের দুই বাংলাদেশী নাগরিক আটক

ত্রিপুরা আগরতলা : ক্রমাগত অবৈধভাবে বাংলাদেশী নাগরিকদের অনুপ্রবেশে সীমান্তে বি এস এফের নজরদারি নিয়ে প্রশ্ন উঠছে। প্রশ্ন উঠছে কড়া প্রহরার মধ্যে কিভাবে বাংলাদেশী নাগরিকরা দালাল চক্রের মাধ্যমে ভারতের ত্রিপুরায় ঢুকে পড়ছে। বাংলাদেশী নাগরিকরা ভারতের বিভিন্ন রাজ্যে যাচ্ছে ত্রিপুরা থেকে ট্রেনে করে। অভিযোগ, মানব পাচারের করিডোরে যেন পরিণত হয়েছে ত্রিপুরা। তবে প্রায়শই আগরতলা রেল স্টেশনে ধরা পড়ছে বাংলাদেশী নাগরিকরা। কখনও তাদের সঙ্গে জি আর পির জালে উঠছে ভারতীয় দালালরাও। বৃহস্পতিবার বিকেলে ফের দুই বাংলাদেশী নাগরিক আগরতলা রেল স্টেশনে জি আর পির হাতে ধরা পড়ে। অভিযোগ দুইজন মহিলা অবৈধ ভাবে ত্রিপুরায় প্রবেশ করে পুনে ও কর্ণাটকে যাওয়ার কথা ছিল। জি আর পি থানার ওসি তাপস দাস জানান ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসে তাদের যাওয়ার কথা ছিল। কিন্তু স্টেশনে ধরা পড়ে। ধৃতদের শুক্রবার আদালতে সোপর্দ করে পুলিস। ক্রমাগত অবৈধ ভাবে প্রবেশ করা বাংলাদেশী নাগরিক ধরা পড়ার ঘটনায় উদ্বিগ্ন সচেতন মহল।

Related posts

মুখ্যমন্ত্রীর হাত ধরে প্রবীণদের মধ্যে শীত বস্ত্র বিলি

বীরবাল দিবস পালন করলো ত্রিপুরা প্রদেশ বিজেপি

নিজের হাতে থাকা ৩ দপ্তরের জেলা ভিত্তিক পর্যালোচনা সভা মন্ত্রী সুধাংশু দাসের