রাজ্যেও চালু হবে নতুন তিন আইন

ত্রিপুরা আগরতলা : নারী শিশু সহ সকল স্তরের জনগণের বিরুদ্ধে সংঘটিত অপরাধ দুরীকরণকে অগ্রাধিকার দিয়ে ফৌজদারি বিচারের সংস্কার সাধন করা হয়েছে।তিনটি নতুন আইন রাজ্যেও লাগু নিয়ে সাংবাদিক সম্মেলনে একথা বললেন স্বরাষ্ট্র সচিব প্রদীপ কুমার চক্রবর্তী। এদিন মহাকরণে সাংবাদিক সম্মেলন করেন স্বরাষ্ট্র সচিব। উপস্থিত ছিলেন আইন সচিব সঞ্জয় ভট্টাচার্য, আই জি এল ডারলং। সাংবাদিক সম্মেলনে স্বরাষ্ট্র সচিব জানান এক জুলাই সারা দেশের সঙ্গে রাজ্যেও চালু হবে ভারতীয় ন্যায় সংহিতা-২০২৩, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা- ও ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম-২০২৩ নামে তিনটি নতুন আইন।নতুন আইনের লক্ষ্য হচ্ছে দেশের ফৌজদারি বিচার ব্যবস্থার আধুনিকীকরণ, বিচার প্রক্রিয়াকে তরান্বিত করা এবং ক্ষতিগ্রস্তদের সুরক্ষা নিশ্চিত করা। তিনি জানান ভারতীয় ন্যায় সংহিতা-২০২৩, ভারতীয় দণ্ড বিধি-১৮৬০ কে প্রতিস্থাপন করেছে। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা-২০২৩, ফৌজদারি কার্যবিধি-১৯৭৩ কে প্রতিস্থাপন করে। এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম-২০২৩, ভারতীয় সাক্ষ্য আইন-১৮৭২ কে প্রতিস্থাপন করেছে। নতুন আইনের ১৭৩ ধারা মুলে একজন নাগরিক নির্ধারিত থানা এলাকার বাইরেও যে কোন স্থান থেকে এফআইআর করতে পারবে। যা জিরো এফআইআর নামে এই আইনে উল্লেখ রয়েছে।নতুন ফৌজদারি আইনে অত্যন্ত প্রয়োজনীয় সাক্ষী সুরক্ষার উপর যত্ন নেওয়ার বিধান রয়েছে। আইন সচিব জানান পুরনো মামলা গুলি পুরনো আইনে চলবে। এক জুলাইয়ের পরে যেসব ঘটনা ঘটবে সেগুলি নতুন আইন অনুযায়ী হবে।

Related posts

সমাপ্ত হল এনসিসি ১৩ ত্রিপুরা বাহিনীর উদ্যোগে আয়োজিত ১০ দিন ব্যাপী কম্বাইন্ড প্রশিক্ষণ শিবির

অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে এস.ডি.পি.ও আমতলির নিকট ডেপুটেশান প্রদান করল ভারতীয় মজদুর মনিটরিং সেল

North Tripura to benefit from new agricultural schemes: CM