ত্রিপুরা আগরতলা : ভারতের ইঞ্জিনিয়াররা বিদেশে গিয়ে সুন্দর ইমারত তৈরি করছে। ত্রিপুরা কিংবা ভারতে কেন হবে না। মেধার কোন অভাব নেই।ইঞ্জিনিয়াররা হলেন সরকারের মুখ।স্টেট ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব ত্রিপুরার রক্তদান শিবিরে আলোচনা করতে গিয়ে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের প্রসঙ্গ টেনে বলেন,রাজ্যে সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করা হয়েছে।রয়েছে নতুনভাবে গড়ে উঠা ডেন্টাল কলেজ। রাজ্যে এইমস গড়ে তোলার জন্য এবারো দিল্লিতে দাবি জানানো হয়েছে। রবিবার ইঞ্জিনিয়ারদের সংগঠনের তরফে হয় রক্তদান শিবির রাজধানীর ভগত সিং যুব আবাসে।অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন স্টেট ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব ত্রিপুরার কর্মকর্তারা। এদিন অনুষ্ঠানে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ মেধাবীদের আর্থিকভাবে সাহায্য করা হয় সংগঠনের তরফে। মুখ্যমন্ত্রী তাদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। একই জায়গায় দুই অনুষ্ঠান ঘিরে ভালো সাড়া পড়ে। মুখ্যমন্ত্রী সহ অতিথিরা রক্তদান শিবির ঘুরে দেখেন।