রথযাত্রাকে কেন্দ্র করে ইস্কন আগরতলা মন্দিরের প্রস্তুতি তুঙ্গে

ত্রিপুরা আগরতলা : তৈরি হচ্ছে রথ। প্রশাসনের নিয়ম মেনেই এবছর রথ তৈরি হচ্ছে ইসকনের।রথে চড়ে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মাসির বাড়ি যাবে। প্রতিবছর মহাসমারোহে রাজ্যে রথযাত্রা উদযাপন করা হয়। এবছরও এর ব্যতিক্রম হবে না। চলতি মাসের ৭ তারিখ এবছরের রথযাত্রা উৎসব। রাজ্যের বিভিন্ন জায়গায় মহাধুমধামে এই উৎসব পালিত হয়। কথিত আছে স্নানযাত্রার দিন জগন্নাথকে ভক্তরা ঘি দুধে এরকমভাবে স্নান করায় যার ফলে জগন্নাথ দেবের জ্বর উঠে। সাত দিন ধরে গৃহবন্দি থাকার পর রথযাত্রার দিন ভাই বলদেব ও বোন সুভদ্রাকে নিয়ে নগর দর্শনে বের হন জগন্নাথ দেব। এই নগর দর্শনকে কেন্দ্র করে সুসজ্জিত তিন তিনটি রথ বের হয় নগর দর্শনে। এই দিনে দেবতাদের রথে বসিয়ে মাসির বাড়ি নিয়ে যাওয়া হয়।প্রতিবছর রাজধানীর ইসকন মন্দির থেকেও বের হয় রথ। ।শত শত ভক্ত এই রথ টেনে নিয়ে যান রথযাত্রারকে কেন্দ্র করে আগরতলা শহরে বেশ কিছু বছর ধরে সারা ফেলেছে ইসকনের রথ। এবছর ইসকনের রথ পূর্বাশা প্রাঙ্গণ থেকে বের হয়ে পূর্বাশা প্রাঙ্গণে এসেই সাতদিন অবস্থান করবে। সেখানে বসবে ধর্মীয় মেলা। প্রস্তুতি চলছে রথ তৈরির। ইসকন মিশনের মহারাজ জানান প্রশাসনের নির্দেশিকা মেনে এ বছর তৈরি হচ্ছে তাদের রথ। কোন ধরনের দুর্ঘটনা যেন না ঘটে সেদিকেও লক্ষ্য রাখা হবে।

Related posts

টি এফ এ পরিচালিত কাজল স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করলো টাকারজলা দ্বাদশ

PACS to be computerized, multi-purpose PACS at Panchayat level Soon: CM

ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় জি আর পির জালে রাজ্য ও বহিঃরাজ্যের ৯ জন