ত্রিপুরা আগরতলা : সপ্তাহখানেকের মধ্যে ঘোষণা করা হবে এবছরের বছর বাঁচাও পরীক্ষার সূচী। সম্ভবত জুলাই মাসের শেষ সপ্তাহে হবে বছর বাঁচাও পরীক্ষা। বুধবার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ অফিসে সাংবাদিক সম্মেলনে একথা জানান পর্ষদ সচিব।সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পর্ষদ সভাপতি ডঃ ধনঞ্জয় গণ চৌধুরী। সাংবাদিক সম্মেলনে সভাপতি উত্তরপত্র পুনঃমূল্যায়ন নিয়ে জানান, এবার মাধ্যমিকে রিভিউ=র জন্য আবেদন করেছিল ২০৪২ জন। এর মধ্যে ৭৪৫ জনের ফল পরিবর্তিত হয়েছে।উত্তীর্ণ হয়েছে ২১ জন পড়ুয়া।রিভিউর ফলাফলে দুটি বিষয়ে ফেল করে বছর বাঁচাও পরীক্ষায় বসার জন্য ৭ জন মনোনীত হয়েছে। উচ্চমাধ্যমিকে রিভিউর জন্য আবেদন করেছিল ১৩৮৫ জন। তার মধ্যে ফলাফল পরিবর্তন হয়েছে ৫১০ জনের। যদিও তার মধ্যে একজনও পাস করতে পারেনি। বছর বাঁচাও পরীক্ষার জন্য একজন উত্তীর্ণ হতে পেরেছে। যারা একটি বা দুটি বিষয়ে ফেল করেছে তাদের জন্য বছর বাঁচাও পরীক্ষা এবছরও নেওয়া হবে।
জুলাইয়ে হবে বছর বাঁচাও পরীক্ষা মধ্যশিক্ষা পর্ষদের
200
previous post