নতুন স্কিম, ওয়েব পোর্টাল চালু এ ডি সিতে

ত্রিপুরা আগরতলা : এডিসি এলাকার যুবকদের কর্মসংস্থানের কথা মাথায় রেখে নতুন স্কিম চালু করা হয়েছে। এডিসি প্রশাসনের তরফে স্কিম চালু হয়।বুধবার নতুন অটো স্কিম ওয়েব পোর্টালের উদ্বোধন করা হয়। এদিন আগরতলা মানিক্য কোর্টে এর উদ্বোধন করেন এ ডি সির এম ডি সি প্রদ্যোত কিশোর দেব বর্মণ। এছাড়াও ছিলেন মুখ্য কার্যনির্বাহী সদস্য পূর্ণ চন্দ্র জমাতিয়া, বিজয় কুমার রাংখল সহ অন্যরা। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে বর্তমান এ ডি সি প্রশাসন নতুন একটি স্কিম হাতে নিয়েছে। তিপ্রা হাম অটো লোণ নামে এই প্রকল্পের সূচনা করেছে। বুধবার আগরতলা মানিক্য কোর্টে আনুষ্ঠানিক ভাবে এর সূচনা হয়।উদ্বোধন করা হয় ওয়েব পোর্টালের। ত্রিপুরা গ্রামীণ ব্যাংক থেকে কম সুদে এই অটো লোণ নিতে পারবেন জনজাতি যুবরা। তিনি জানান, এ ডি সি প্রশাসনও ভর্তুকি দেবে যারা স্ব-রোজগারী হতে চায় তারা অটো লোন নিতে পারবেন।চালু করা ওয়েব পোর্টালে যুবরা আবেদন করতে পারবেন। সেখানেই রয়েছে লোন নেওয়ার ক্ষেত্রে কি কি সুবিধা মিলবে ও নিয়ম রয়েছে তা বিস্তারিত ভাবে।

Related posts

মুখ্যমন্ত্রীর হাত ধরে প্রবীণদের মধ্যে শীত বস্ত্র বিলি

বীরবাল দিবস পালন করলো ত্রিপুরা প্রদেশ বিজেপি

নিজের হাতে থাকা ৩ দপ্তরের জেলা ভিত্তিক পর্যালোচনা সভা মন্ত্রী সুধাংশু দাসের