ত্রিপুরা আগরতলা : সরকারি শিক্ষা বাঁচাতে তীব্র আন্দোলন গড়ে তোলার আহ্বানে ফের রাজপথে নামলো বাম ছাত্র সংগঠনদ্বয় এস এফ আই ও টি এস ইউ। বুধবার ৫ দফা দাবিতে তারা আগরতলা শহরে বিক্ষোভ মিছিল করে।সংগঠনের অভিযোগ বর্তমান সরকার বহু স্কুল বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু শিক্ষক সংকট নিরসনে কোন ভূমিকা নিচ্ছে না। যার ফলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা এবং ছাত্রছাত্রীদের অবস্থা ভয়াবহ হয়ে উঠেছে। এতে শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দিকে যাচ্ছে। তাদের দাবির মধ্যে রয়েছে সরকারি স্কুল বন্ধ না করা, শিক্ষা ক্ষেত্রে বৈষম্যমূলক ও ব্যর্থ বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিল, স্কুল- কলেজে শিক্ষক সংকট দূর , সরকারি-বেসরকারি উভয় ক্ষেত্রে লেখাপড়ার খরচ কমানোর দাবি জানায় দুই বাম ছাত্র সংগঠন। এদিন মেলারমাঠ ছাত্র যুব ভবনের সামনে থেকে বের হয় মিছিল। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। উপস্থিত ছিলেন বাম ছাত্র নেতা সন্দীপন দেব, সুলেমান আলি, সুজিত ত্রিপুরা সহ অন্যরা।
৫ দফা দাবিতে রাজপথে বাম ছাত্র সংগঠন
239
previous post