ট্রান্সফরমারে আগুনে আতঙ্ক পোস্ট অফিস চৌমুহনী

ত্রিপুরা আগরতলা : অল্পেতে রক্ষা পেল আগরতলা পোস্ট অফিস চৌমুহনীস্থিত প্রধান ডাকঘর। বুধবার আচমকা ডাক ঘরের সামনে থাকে বিদ্যুতের ট্রান্সফরমারে ব্লাস্ট হয়।তখন ডাকঘরের কর্মীরা বেরিয়ে এসে দেখেন আগুন তৎক্ষণাৎ তারা বিদ্যুৎ নিগম ও ফায়ার সার্ভিসে ফোন করেন। তবে তারা আসার আগেই নিজেদের ডাকঘরে থাকা অগ্নিনির্বাপণ যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন। ভিড় করেন স্থানীয় লোকজন। ছিন্ন করা হয় বিদ্যুৎ। দমকল কর্মীরা এসে পুরো আগুন নিয়ন্ত্রণে আনেন। ডাকঘরের এক কর্মচারী জানান, তাদের বৈঠক চলছিল। তখনই আচমকা বিকট শব্দ হয়। তাদের অফিসের কর্মীরা দ্রুত আগুন নেভানোর কাজে হাত না লাগাত তাহলে বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারতো।

Related posts

Smart Meters installation begins in govt offices, Minister residences: Power Minister

পশ্চিম জেলার ১২ টি জায়গায় হবে মহড়া

বিজেপি সরকারের সমালোচনায় প্রদেশ কংগ্রেস মুখপাত্র