রাজ্যপাল হিসেবে শপথ নিলেন জিষ্ণু দেববর্মণ

তেলেঙ্গানা : তেলেঙ্গানার রাজ্যপাল হিসেবে শপথ নিলেন ত্রিপুরার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মণ। বুধবার বিকেলে তেলেঙ্গানার রাজভবনে হয় শপথ গ্রহণ অনুষ্ঠান। সেখানে প্রথমে নবনিযুক্ত রাজ্যপালকে গার্ড অব অনার দেওয়া হয়। শপথ বাক্য পাঠ করান তেলেঙ্গানা হাইকোর্টের প্রধান বিচারপতি। এক আনন্দঘন অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যপালের দায়িত্বভার গ্রহণ করেন জিষ্ণু দেববর্মণ। এর আগে এদিন সকালে ত্রিপুরা থেকে তেলেঙ্গানায় যান সস্ত্রিক জিষ্ণু দেববর্মণ।বিমানবন্দরে উনাকে স্বাগত জানান তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী, মন্ত্রীসভার অন্য সদস্য ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা।

Related posts

সরকারি দপ্তরে একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে পথে নামলো বাম যুবরা

মশার উৎপাত বন্ধের দাবিতে সোচ্চার সিপিএম

শ্রমিকদের সুরক্ষার উপরে জোর দেওয়া হয়েছে জাতীয় সুরক্ষা সপ্তাহে