যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের তিরঙ্গা রেলি

ত্রিপুরা আগরতলা : হর ঘর তিরঙ্গা অভিযানের অঙ্গ হিসেবে সারা দেশের সঙ্গে রাজ্যেও সরকারি ভাবে বিভিন্ন কর্মসূচী নেওয়া হয়েছে। ৯ আগস্ট থেকে শুরু হয়েছে কর্মসূচী। বিভিন্ন জায়গায় হচ্ছে তিরঙ্গা রেলি। বিভিন্ন সরকারি দপ্তর, পুর নিগমের বিভিন্ন ওয়ার্ডের তরফে হচ্ছে রেলি। সোমবার রাজধানীতে হয় এই রেলি। যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের উদ্যোগে রাজধানীর উমাকান্ত একাডেমীর সামনে থেকে সাড়া জাগানো রেলি বের হয়।

এর সূচনা করেন তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী। এছাড়াও ছিলেন যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ সহ অন্যান্য আধিকারিকরা। উমাকান্ত একাডেমী প্রাঙ্গণ থেকে সুসজ্জিত রেলি শুরু হয়ে শহরের বিভিন্ন পথ ঘুরে রাজধানীর উজ্জয়ন্ত প্যালেসের সামনে এসে শেষ হয়। এদিনের উৎসাহ উদ্দীপনাময় রেলিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা অংশ গ্রহণ করেন।

Related posts

ফের দূরপাল্লার ট্রেন থেকে বিপুল নেশাসামগ্রী উদ্ধার

রক্তদান এখন রাজ্যে সামাজিক আন্দোলনের রূপ পাচ্ছে

সিপিএম সদর মহকুমা কমিটির দুই দিনের সম্মেলন শুরু