সামাজিক কাজ হাইকোর্ট এমপ্লয়িজ এসোসিয়েশনের

আগরতলা : সামাজিক কাজে এগিয়ে এলো হাইকোর্ট এমপ্লয়িজ এসোসিয়েশন। ৭৮ তম স্বাধীনতা দিবসকে সামনে রেখেও সামাজিক কাজ হাতে নেয় সংগঠন। সং গঠনের সদস্যরা শহরতলী ফটিকছড়া চা বাগানের গরীব আবাসিকদের ছেলে- মেয়েদের বিলি করে বিভিন্ন জিনিস। শিশুদের মধ্যে, জামা ,কাপড়,ফল ,দুধ মিষ্টি তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন এমপ্লয়িজ এসোসিয়েশনের সভাপতি সন্দীপ দে , এসোসিয়েশনের সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহা সহ অন্যান্য সদস্য-সদস্যারা। আগামী দিনেও এসোসিয়েশন এমন কাজ চালিয়ে যাবে বলে জানান তারা।

Related posts

সরকারি দপ্তরে একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে পথে নামলো বাম যুবরা

মশার উৎপাত বন্ধের দাবিতে সোচ্চার সিপিএম

শ্রমিকদের সুরক্ষার উপরে জোর দেওয়া হয়েছে জাতীয় সুরক্ষা সপ্তাহে