সামাজিক কাজ হাইকোর্ট এমপ্লয়িজ এসোসিয়েশনের

আগরতলা : সামাজিক কাজে এগিয়ে এলো হাইকোর্ট এমপ্লয়িজ এসোসিয়েশন। ৭৮ তম স্বাধীনতা দিবসকে সামনে রেখেও সামাজিক কাজ হাতে নেয় সংগঠন। সং গঠনের সদস্যরা শহরতলী ফটিকছড়া চা বাগানের গরীব আবাসিকদের ছেলে- মেয়েদের বিলি করে বিভিন্ন জিনিস। শিশুদের মধ্যে, জামা ,কাপড়,ফল ,দুধ মিষ্টি তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন এমপ্লয়িজ এসোসিয়েশনের সভাপতি সন্দীপ দে , এসোসিয়েশনের সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহা সহ অন্যান্য সদস্য-সদস্যারা। আগামী দিনেও এসোসিয়েশন এমন কাজ চালিয়ে যাবে বলে জানান তারা।

Related posts

North Tripura to benefit from new agricultural schemes: CM

রাজ্যের মৃৎ শিল্পী, মণ্ডপ সজ্জা ও আলোক সজ্জার সাথে যুক্ত শিল্পীদের নিয়ে কর্মশালা করার উপর গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট -৩২২ জির উদ্যোগে প্রথম বারের মতো অনুষ্ঠিত হয় মেগা ফ্রি শপিং ফেস্টিভ্যাল