বোধজং গার্লসে উদ্বোধন কনজিউমার ক্লাবের

20240816151638 MG 5697

আগরতলা : পড়ুয়াদের সচেতন করতে রাজ্যের ১০০ টি স্কুলে গ্রাহক ক্লাব চালুর সিদ্ধান্ত নিয়ে খাদ্য দপ্তর ও বিদ্যালয় শিক্ষা দপ্তর। ইতিমধ্যে কয়েকটি স্কুলে এই কনজিউমার ক্লাব চালু করা হয়েছে। শুক্রবার কনজিউমার ক্লাবের উদ্বোধন হয় রাজধানীর বোধজং উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে। এর শুভ সূচনা করলেন খাদ্য দপ্তরের অধিকর্তা নির্মল অধিকারী। এছাড়া অনুষ্ঠানে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ খাদ্য দপ্তরের আধিকারিকরা। এই গ্রাহক ক্লাব স্কুলে চালু করার উদ্দেশ্য পড়ুয়ারা যাতে এলাকার লোকজনের মধ্যে সচেতনতা করে তুলে।

Related posts

Govt committed to provide quality, digital education: CM

ননীগোপাল স্মৃতি ফুটবল আসরে অনূর্ধ্ব- ১৩ ও ১৭ বিভাগে শিরোপা দখল গোমতী জেলার

২০১১ সালে জনগণনার সময় জাতিগত জনগণনার বিরোধিতা করে কংগ্রেস—রাজীব