আগরতলা : বর্তমানে মহিলারা পুরুষদের সঙ্গে টেক্কা দিয়ে কাজ করছে। কিন্তু বর্তমানে চারিদিকে যে অবস্থা, সেই জায়গায় দাঁড়িয়ে মহিলাদের নিরাপত্তার বিষয়টাকে নিয়েও চিন্তা করতে হবে। সরকার চাইছে রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করতে।নিজের সরকারি বাসভবনে রাখী বন্ধন অনুষ্ঠানে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি বলেন, সরকার সর্বদা নেশামুক্ত ত্রিপুরার কথা বলে। বর্তমানে হিংসা মুক্ত ত্রিপুরার কথা বলা প্রয়োজন। হিংসা মুক্ত ত্রিপুরা গড়ার উপর জোর দেওয়ার আহ্বান জানান তিনি। প্রতি বছর রাখী পূর্ণিমাতে মুখ্যমন্ত্রীর বাসভবনে গিয়ে রাখী পরিয়ে দেন মহিলারা। প্রতিবারের মতো এবারো মহিলারা মুখ্যমন্ত্রীকে রাখী পরাতে সোমবার সকালে মুখ্যমন্ত্রীর সরকারি বাস ভবনে যান বোনরা। এদিন বোনরা মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহাকে রাখী দিয়ে উনার দীর্ঘায়ু কামনা করেন। মুখ্যমন্ত্রীকে রাখি পরিয়ে দেন মহিলা মোর্চার কার্যকর্তা সহ অন্য মহিলারা। সকল অংশের মহিলারা। এদিন বোনদের কাছ থেকে রাখী নিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা সকল অংশের মহিলাদের শুভেচ্ছা জানান। তিনি বলেন মোট জনসংখ্যার অর্ধেক হচ্ছে মহিলা। অনেকে মনে করে মহিলারা শুধু ঘরের কাজে নিয়োজিত থাকবে। বর্তমানে মহিলারা পুরুষদের সাথে টেক্কা দিয়ে কাজ করছে। কিন্তু বর্তমানে চারিদিকে যে অবস্থা, সেই জায়গায় দাড়িয়ে মহিলাদের নিরাপত্তার বিষয়টাকে নিয়েও চিন্তা করতে হবে। সরকার চাইছে ত্রিপুরা রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করতে। মাঝে মাঝে কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটে। সরকার সেই সকল ঘটনার দিকে সর্বদা নজর রাখে। এদিন মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে প্রচুর মহিলা ভির জমান।
মুখ্যমন্ত্রীকে সরকারি বাস ভবনে রাখী পরালেন বোনেরা
135
previous post