নিয়োগের দাবিতে স্বাস্থ্য অধিকর্তার কাছে ডেপুটেশন

আগরতলা : দীর্ঘ বছর ধরে রাজ্য স্বাস্থ্য দপ্তরের অধীনে নিয়োগ হচ্ছে না ফিজিওথেরাপিস্ট। তাই পদ সৃষ্টি করে নিয়োগের দাবিতে বেকার ফিজিওথেরাপিস্টদের ডেপুটেশন। সাত বছর অতিক্রান্ত হতে চললেও স্বাস্থ্য দপ্তরের অধীনে ফিজিওথেরাপিস্ট নিয়োগ নেই।অভিযোগ ২০১৭ সালের পর থেকে নিয়োগ হচ্ছে না। ফলে হতাশ ফিজিওথেরাপিস্ট উত্তীর্ণ বেকাররা। রাজ্যে বর্তমানে প্রায় আট শতাধিক বেকার রয়েছেন। আগামী ছয় মাস পরে সেই সংখ্যা আরও বাড়বে। এই অবস্থায় বিভিন্ন হাসপাতালে ফিজিওথেরাপিস্ট নিয়োগের জন্য দাবি জানিয়ে আসছে অল ত্রিপুরা আনএমপ্লয়েড ফিজিওথেরাপি ফোরাম। ২০২৩ সালেও তারা স্বাস্থ্য অধিকর্তার সঙ্গে সাক্ষাৎ করলে ফাইল উপর মহলে পাঠানো হবে বলে আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু এক বছর অতিক্রান্ত হওয়ার পরেও কোন হেলদোল নেই। স্বাভাবিকভাবেই হতাশ ফিজিওথেরাপিস্ট বেকাররা। মঙ্গলবার তারা গুর্খাবস্তী স্বাস্থ্য দপ্তরে অধিকর্তার সঙ্গে দেখা করেন। তাদের দাবি অতিসত্ত্বর ২১০ টি পদ সৃষ্টি করে নিয়োগ করার।

Related posts

North Tripura to benefit from new agricultural schemes: CM

রাজ্যের মৃৎ শিল্পী, মণ্ডপ সজ্জা ও আলোক সজ্জার সাথে যুক্ত শিল্পীদের নিয়ে কর্মশালা করার উপর গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট -৩২২ জির উদ্যোগে প্রথম বারের মতো অনুষ্ঠিত হয় মেগা ফ্রি শপিং ফেস্টিভ্যাল