বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে শহরে পদযাত্রা

আগরতলা : বিশ্ব ফিজিওরথেরাপি দিবসে রাজধানীতে প্রতিবছর বিভিন্ন কর্মসূচী নেওয়া হয়। এবছরও এর ব্যতিক্রম ঘটেনি। রবিবার বিশ্ব ফিজিওথেরাপি দিবসে এদিন রাজধানীতে হয় ওয়াকথলন। রাজধানীর রবীন্দ্র ভবনের সামনে থেকে বের হয় ওয়াকথলন। দ্যা ইন্ডিয়ান এসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্ট ত্রিপুরা রাজ্য চ্যাপ্টার ও প্রফেশন্যাল ফিজিওথেরাপিস্ট সোসাইটির যৌথ উদ্যোগে আগরতলা শহরে পদযাত্রা হয় সচেতনতার বার্তায়। এতে পড়ুয়া সহ ফিজিওথেরাপিস্টরা অংশ নেন।

পদযাত্রায় উপস্থিত ছিলেন দ্রোণাচার্য কোচ বিশ্বেশ্বর নন্দী সহ সংস্থার অন্যান্য কর্মকর্তারা। তারা সকলে এদিন বলেন ফিজিওথেরাপি সম্পর্কে সমাজের সকলকে সচেতন, অবগত করার জন্য এদিনের কর্মসূচী। প্রতিটি মানুষ যাতে ফিজিওথেরাপি পরিষেবা নিতে পারেন সেই চেষ্টা করা হচ্ছে। এছাড়াও এদিন আগরতলা প্রেস ক্লাবে ও এডিনগর পুলিস লাইনে ফিজিওথেরাপি শিবির করা হয়। এতে বহু মানুষ বিনামূল্যে পরিষেবা দিয়ে থাকেন।

Related posts

কেন্দ্রীয় বাজেটের প্রতিবাদ জানাল আমরা বাঙালী

চুরি যাওয়া সামগ্রী সহ দুই চোরকে জালে তুলল পুলিস

বিদ্যাদেবী সরস্বতীর আরাধনায় ব্রতী হয়েছেন সকলে