গ্রামীণ ব্যাঙ্কের অবসরপ্রাপ্ত কর্মীদের নিয়ে সম্মেলন

আগরতলা : সারা দেশের গ্রামীণ ব্যাঙ্ক গুলিকে একত্রিত করে রুরাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নামে একটি ব্যাঙ্ক করার দাবি ফের জোরালো হল। রবিবার ত্রিপুরা গ্রামীণ ব্যাংক রিটায়ার্ড স্টাফ এসোসিয়েশনের পঞ্চম দ্বি-বার্ষিক সম্মেলনে এই দাবিতে ফের সরব হন প্রতিনিধিরা।প্রতি দুই বছর পর পর সংগঠনের সম্মেলন হয়। গঠিত হয় নতুন কমিটি।রাজধানীর জগন্নাথ বাড়ি রোডস্থিত স্টুডেন্ট হেলথ হোমে হয় সম্মেলন। সম্মেলনের উদ্বোধন করেন প্রখ্যাত শিল্পী তথা ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মচারী নেতৃত্ব পান্না লাল দত্ত। ত্রিপুরা গ্রামীণ ব্যাংক রিটায়ার্ড স্টাফ এসোসিয়েশনের বর্তমান সম্পাদক জানান সম্মেলনে বিভিন্ন দাবি নিয়ে আলোচনা হয় এবং আগামী কর্মসূচী ঠিক হয়। সম্মেলনে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে প্রতিনিধিরা আসেন।উপস্থিত ছিলেন এনএফআরআরআরবি.এস-এর সাধারন সম্পাদক গণপতি হেগরে, আব্দুল সঈদ খাঁন, জিবেশ চক্রবর্তী সহ অন্যান্যরা।

Related posts

সংবিধান রক্ষায় কংগ্রেসের লড়াই জারি রাখার বার্তা কংগ্রেস সভাপতির

সুজুকি দ্বিচক্র যানের নতুন শোরুম চালু হল আগরতলায়

নির্ধারিত সময়ের আগে পরীক্ষা না নেওয়ার আশ্বাস হোলিক্রস স্কুলের অধ্যক্ষের