সব খেলার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ফুটবল: মুখ্যমন্ত্রী

বক্সনগর : সব খেলার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ফুটবল। বিশ্বব্যাপী ফুটবল খেলার জনপ্রিয়তাও সবচেয়ে বেশী। আজ বক্সনগর মিনি স্টেডিয়ামে দ্বিতীয় এমএলএ কাপ নকআউট ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা একথা বলেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় রাজ্য বিপর্যস্ত। ত্রাণ সরবরাহ, পরিকাঠামো পুন:নির্মাণের পাশাপাশি মানুষকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকার নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে। কেন্দ্রীয় সরকার ও রাজ্যের মানুষের সহযোগিতায় স্বাভাবিক জীবন পুনরায় ফিরে আসবে বলে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা প্রতিযোগিতার প্রথম খেলায় অংশগ্রহণকারী দু’দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন ও শুভেচ্ছা বিনিময় করেন। প্রতিযোগিতায় ১৬টি দল অংশ নিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক তফাজ্বল হোসেন, সিপাহীজলা জিলা পরিষদের নবনির্বাচিত সদস্য সুপ্রিয়া দাস দত্ত, সমাজসেবী সুভাষ চন্দ্র দাস উপস্থিত ছিলেন।

Related posts

Scouts and Guides play vital role in society: CM

হিমাচল প্রদেশের দুর্যোগ মানুষদের পাশে ত্রিপুরা প্রদেশ বিজেপি

Chakma Script and Language Day to be observed on August 7: Ratan Lal Nath