রাজধানীতে জলের দাবিতে পথ অবরোধ

আগরতলা : রাজ্যের দুর্গম কোন এলাকা নয়, খোদ রাজধানীতে জলের হাহাকার। তাও বহুদিন ধরে। মহাকরণ লাগোয়া এলাকায় পানীয় জলের সমস্যায় লোকজন। অভিযোগ সংশ্লিষ্টদের জানিয়েও কোন কাজ হয়নি। বাধ্য হয়ে ভুক্তভোগীরা সোমবার ভি আই পি সড়ক অবরোধ করেন। অভিযোগ দীর্ঘদিন ধরে পরিশ্রুত পানীয় জলের অভাবে ধুঁকছে খেজুরবাগানস্থিত বিবেকানন্দ আবাসনের বাসিন্দারা।বার বার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও কাজের কাজ কিছুই হচ্ছে না বলে অভিযোগ আবাসিকদের।তাই একপ্রকার বাধ্য হয়ে সোমবার জলের দাবিতে রাস্তা অবরোধে শামিল হন বিবেকানন্দ আবাসনের বাসিন্দারা। অভিযোগ দীর্ঘ তিন বছর ধরে এই আবাসনে জলের সমস্যা।সমস্যার কথা জেনেও এলাকার কর্পোরেটর সহ বিধায়ক কেউই কোন ধরনের সমস্যা সমাধানে এগিয়ে আসেননি বলে অভিযোগ। তাই বাধ্য হয়ে আবাসনের লোকজন ভিআইপি রোডে পথ অবরোধ করেন। অবরোধের ফলে পথচলতি সাধারণ জনগণ সহ যানবাহন চালকদের অসুবিধার সম্মুখীন হতে হয়। খবর পেয়ে ছুটে যায় পুলিস।পরবর্তী সময় আগরতলা পুর নিগমের ডেপুটি কমিশনার ঘটনাস্থলে ছুটে যান। তাঁর আশ্বাসে অবরোধ তুলেন আন্দোলনকারীরা। অবরোধকারিদের দাবী শীঘ্রই তাদের সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে শামিল হবেন তারা। এখন দেখার কর্তৃপক্ষ কত দ্রুত সম্ভব পথ সমস্যার সুরাহা করে।

Related posts

মুখ্যমন্ত্রীর হাত ধরে প্রবীণদের মধ্যে শীত বস্ত্র বিলি

বীরবাল দিবস পালন করলো ত্রিপুরা প্রদেশ বিজেপি

নিজের হাতে থাকা ৩ দপ্তরের জেলা ভিত্তিক পর্যালোচনা সভা মন্ত্রী সুধাংশু দাসের