পুলিস সদরে বাম নারী সংগঠনের ডেপুটেশন

আগরতলা : রাজ্যে বেড়ে চলেছে মহিলা অপরাধের ঘটনা। একের পর এক অপরাধের ঘটনা বেড়ে চলায় উদ্বিগ্ন সচেতন মহল। সোমবার বিকেলে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির তরফে পুলিস সদরে ডেপুটেশন দেওয়া হয়। প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদিকা স্বপ্না দত্ত, রমা দাস, কৃষ্ণা রক্ষিত, রমণী দেববর্মা, মিনতি বিশ্বাস। নারী নেত্রী রমা দাস এদিন বলেন, সম্প্রতি রাজ্যের বিভিন্ন জায়গায় নারী ঘটিত অপরাধের ঘটনা গুলি নিয়ে তারা পুলিসের মহানির্দেশকের অনুপস্থিতিতে ডি আই জির সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি অভিযোগ করেন রাজ্যে নারী নির্যাতনের ঘটনা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে,। এভাবে চলতে থাকলে আগামী দিনে নারী নির্যাতনে শীর্ষ স্থানে চলে যাবে ত্রিপুরা। পাশাপাশি সামনে দুর্গা পূজা। এই অবস্থায় পূজার সময়ে পুলিসি নজরদারি যাতে বেশি থাকে সেবিষয়েও নারী নেত্রিত্ব পুলিস আধিকারিকের দৃষ্টিপাত করেছেন। নারী নেত্রী জানান পুলিস আধিকারিক সমস্ত বিষয় শুনেছেন এবং সহমত পোষণ করেছেন।

Related posts

আম্বেদকর নিয়ে অমিত শাহ-র মন্তব্যের প্রতিবাদ জানাল তপশিলি জাতি সমন্বয় সমিতি

সেজে উঠছে রাজধানীর অদূরে আল্পনা গ্রাম

২২ দফা দাবি নিয়ে সরব গভর্ণমেন্ট পেনশনাস অ্যাসোসিয়েশন ত্রিপুরা