ক্ষেতমজুর ইউনিয়নের নারী কনভেনশন

আগরতলা : এখনও জোতদার মজূতদারদের কাছে নারী ক্ষেতমজুরদের শ্রম বিক্রি করতে হচ্ছে।অথচ এরাই অভুক্ত থাকেন ও জোতদারদের কাছ থেকে নেওয়া বাপ ঠাকুরদার ঋন শোধ করে যাচ্ছেন । ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের নারী কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন রাজ্য ক্ষেত মজুর ইউনিয়নের রাজ্য সম্পাদক শ্যামল দে।তিনি বলেন সর্বভারতীয় কেন্দ্রীয় কমিটির সভার সিদ্ধান্ত ছিল অসংগঠিত এই মহিলা ক্ষেত মজুরদের সংগঠিত করে কনভেনশন করার।রবিবার আগরতলার কৃষক ক্ষেতমজুর ইউনিয়ন ভবনে অনুষ্ঠিত এই কনভেনশনে ধর্মনগর থেকে সাবরুম সমস্ত মহকুমা থেকে বাছাই করা মহিলা ক্ষেত মজুরদের অংশ গ্রহণ যথেষ্ট উৎসাহের সৃষ্টি করেছে বলে মন্তব্য করে শ্যামল দে বলেন এই ধরনের কনভেনশন প্রতি জেলা ও মহকুমা স্তরে নিয়ে যেতে হবে।কারণ সারা দেশের মত ত্রিপুরার মহিলা ক্ষেত মজুরদের অবস্থাও ভালো নয়।অথচ এই মহিলা শ্রমিকদের কাজ করার দক্ষতা কোনো অবস্থাতেই পুরুষদের থেকে কম নয়,তাঁরা ফাঁকিও যেমন দেন না তেমনি কাজ অনুযায়ী মজুরিও পাননা।এই পদ্ধতির পরিবর্তন করতে হবে।সংগঠিত ভাবে আন্দোলনের মাধ্যমে নিজের অধিকার প্রতিষ্ঠিত করার আহ্বান জানান তিনি।

Related posts

PACS to be computerized, multi-purpose PACS at Panchayat level Soon: CM

ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় জি আর পির জালে রাজ্য ও বহিঃরাজ্যের ৯ জন

সমবায় ক্ষেত্রে উন্নয়নের মাধ্যমে দেশকে শক্তিশালী করা সম্ভব হবে: মুখ্যমন্ত্রী