মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবসে সাড়া জাগানো রক্তদান শিবির

আগরতলা : নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে সারা দেশে আস্তিকের ভাবনা চলে এসেছে। নির্বাচনের সময় রক্তের ঘাটতি হয়। তাই এক দেশ এক নির্বাচন যদি চালু হয় মানুষের কাজে আসবে।শনিবার মহানাম অঙ্গনে এক রক্তদান শিবিরে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি বলেন, রক্তদান হল মহৎ দান। রাজধানীর বনমালিপুর মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস প্রতিবছর পালন করা হয় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে। নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের তরফে প্রতিবছর হচ্ছে রক্তদান শিবির। এবছর মহানাম অঙ্গণের ৪৩ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ১৪ তম রক্তদান শিবির করা হয়। এদিন আশ্রমেই হয় শিবিরটি। উপস্থিত ছিলেন মহানাম সম্প্রদায়ের সর্বভারতীয় সভাপতি শ্রীমৎ উপাসকবন্ধু ব্রক্ষ্মচারি মহারাজ, মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের সভাপতি ডাঃ সঞ্জয় নাথ সহ অন্যরা। শিবিরে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন,নাস্তিক হওয়ার কারণ নেই। আস্তিকে বিশ্বাস করুণ। এদিন রক্তদান শিবির ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী সহ অন্যরা। রক্তদাতাদের মধ্যে বেশ উৎসাহ লক্ষ্য করা যায়। মহানাম অঙ্গনের সামাজিক কর্মসূচী সত্যি প্রশংসার দাবি রাখে।

Related posts

যথাযোগ্য মর্যাদায় শ্রদ্ধার সঙ্গে উদযাপন করা হয় অদ্বৈত মল্লবর্মণের জন্মদিন

দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে শ্রদ্ধা বটতলায়

রামকৃষ্ণ আশ্রম সহ বিভিন্ন জায়গায় হয় কল্পতরু উৎসব