পশ্চিম মহিলা থানা মামলা নিচ্ছে না বলে অভিযোগ

আগরতলা : প্রেমিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে মামলা করতে গেলে পশ্চিম মহিলা থানা মামলা নিচ্ছে না বলে অভিযোগ প্রতারিত যুবতীর। সুবিচার চেয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে করজোরে আবেদন করলেন যুবতী। বিয়ের নামে প্রেমিকার সঙ্গে শারীরিক সম্পর্ক। পরে প্রতারণা।প্রতারক প্রেমিকের বিরুদ্ধে মামলা করতে গেলে পশ্চিম মহিলা থানা রাখছে না বলে অভিযোগ।দীর্ঘদিনের ভালোবাসার সম্পর্ক রাজধানীর জয়নগর পিসিসি ইটভাটা এলাকার বাসিন্দা পার্থ দাসের সঙ্গে এক যুবতীর। দুইজনের মধ্যেই গভীর প্রেম। আর এই সুবাদে প্রেমিকের হাত ধরে নতুন জীবন শুরু করার স্বপ্নে বাড়ি ছেড়ে প্রেমিকা পাড়ি দেয় ধর্মনগর। সেখানে নাকি যুবতীকে বিয়ে করে পার্থ। এর পরেই দুইজনের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। অভিযোগ এর পরেই প্রেমিক পার্থ ভালোবাসার মানুষকে রেল স্টেশনে ছেড়ে দিয়ে চলে আসে। পরে যুবতী প্রেমিকের সঙ্গে যোগাযোগ করলে অস্বীকার করে। বাধ্য হয়ে মেয়েটি প্রেমিকের বাড়িতে গেলেও পরিবারের লোকজন অস্বীকার করে। উপায়ন্তর না দেখে পশ্চিম মহিলা থানার দ্বারস্থ হয় যুবতী। অভিযোগ পুলিস মামলা রাখতে চাইছে না। যুবতীকে মহিলা থানা পরামর্শ দিচ্ছে ধর্মনগর থানায় যোগাযোগ করতে। এতে মানসিক ভাবে ভেঙে পড়ছেন যুবতী। প্রতারকের শাস্তির দাবি জানিয়েছেন যুবতী।

Related posts

মুখ্যমন্ত্রীর হাত ধরে প্রবীণদের মধ্যে শীত বস্ত্র বিলি

বীরবাল দিবস পালন করলো ত্রিপুরা প্রদেশ বিজেপি

নিজের হাতে থাকা ৩ দপ্তরের জেলা ভিত্তিক পর্যালোচনা সভা মন্ত্রী সুধাংশু দাসের