প্রজ্ঞাভবনে ইঞ্জিনিয়ার্স দিবসে মুখ্যমন্ত্রী

আগরতলা : এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা তৈরি করতে বহিঃরাজ্যে কর্মরত রাজ্যের ইঞ্জিনিয়ারদের ফিরে আসার জন্য আহ্বান মুখ্যমন্ত্রীর। ইঞ্জিনিয়ার্স দিবসে এই আহ্বান জানালেন ডাঃ মানিক সাহা। তিনি জোর দেন সময়ের কাজ সময়ে শেষ করার উপরে। প্রতিবছর ইঞ্জিনিয়ার্স দিবস উদযাপন করা হয় রাজ্যে। সরকারি-বেসরকারি ভাবে হয় অনুষ্ঠান। রবিবার ৫৭ তম ইঞ্জিনিয়ার্স দিবস পালন করা হয়।অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন মুখ্য সচিব জে.কে সিনহা, পূর্ত দপ্তরের সচিব সহ অন্যান্যরা। পূর্ত দপ্তর এবং ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স ত্রিপুরা সেন্টারের উদ্যোগে ৫৭ তম ইঞ্জিনিয়ার দিবস পালন করা হয় রাজধানীর প্রজ্ঞা ভবনে।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন উদ্ভাবনী চিন্তা ধারার মাধ্যমে নতুন নতুন পরিকাঠামো তৈরি করতে হবে। সাধারন মানুষ সমস্যার সমাধান চায়। ইঞ্জিনিয়াররাই পারে সমস্যার সমাধান করতে।এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা তৈরি করতে বহিঃরাজ্যে কর্মরত রাজ্যের ইঞ্জিনিয়ারদের ফিরে আসার জন্য আহ্বান মুখ্যমন্ত্রীর।তিনি বলেন এবারের বাজেটে পরিকাঠামো উন্নয়নের জন্য অনেক বেশি অর্থের সংস্থান রাখা হয়েছে। প্রধানমন্ত্রীও চাইছেন পরিকাঠামো উন্নয়ন করতে। পরিকাঠামো উন্নয়ন না হলে বিনিয়গকারিরা আসবে না।

Related posts

ত্রিপুরা ভেটেরিনারী ডক্টরস্ এসোসিয়েশনের সাধারণ সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস

বাল্য বিবাহ বন্ধ করার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান মন্ত্রী টিঙ্কু রায়ের

বর্তমানে রাজ্যে রক্তদান শিবিরের সংখ্যা আগের তুলনায় হ্রাস পেয়েছে—মানিক সরকার