আগরতলা : মুমূর্ষু রোগীর জন্য রক্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। শরীরে রক্তের পরিমাণ কমে গেলে সেই রোগীকে বাঁচানো সম্ভব নয়। অস্ত্রোপচারের সময় রক্তের প্রয়োজন। তাই ব্লাড ব্যাঙ্কে রক্ত মজুত থাকা অত্যন্ত জরুরী।রবিবার রাজধানীতে ইঞ্জিনিয়ার দিবসে রক্তদান শিবিরে একথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।দ্যা ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার ত্রিপুরা শাখার উদ্যোগে ইঞ্জিনিয়ার দিবস রবিবার এক রক্তদান শিবির হয়। রাজধানীর গুর্খাবস্তিস্থিত ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের অফিসে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। রক্তদান শিবিরের উদ্বোধনি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন পূর্ত দপ্তরের সচিব সহ অন্যান্যরা। রক্তদান শিবিরের উদ্বোধনি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন ইঞ্জিনিয়ার ছাড়া কোন কিছু সম্ভব নয়। ইঞ্জিনিয়াররা সবকিছু সৃষ্টি করেন। রক্তদানের বিষয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন নেগেটিভ ব্লাডের সংখ্যা মোট জন সংখ্যার ১৫ শতাংশ। রাজ্যে মোট ১৪ টি ব্লাড ব্যাঙ্ক রয়েছে। তার মধ্যে ২ টা বেসরকারি। বর্তমানে ব্লাডের কম্পোনেন্ট পৃথক করার ব্যবস্থা রয়েছে।
ইঞ্জিনিয়ার্স দিবসে রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহ দিলেন মুখ্যমন্ত্রী
126
previous post