তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর নরেন্দ্র মোদি১০০ দিনে কি কি কাজ করেছেন তা তুলে ধরলেন প্রদেশ বিজেপি সভাপতি

আগরতলা : ১০০ দিন পূর্ণ হল নরেন্দ্র মোদী তৃতীয় বারের প্রধানমন্ত্রী হওয়ার। এই সময়ের মধ্যে প্রধানমন্ত্রী কি কি কাজ করেছেন মঙ্গলবার তা সাংবাদিক সম্মেলনে তুলে ধরেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার ও প্রদেশ বিজেপির মিডিয়া ইনচার্জ সুনিত সরকার।সাংবাদিক সম্মেলনে প্রদেশ সভাপতি বিভিন্ন ত্তথ্য তুলে ধরে বলেন, ১০০ দিনে জনকল্যাণে বহু কাজ করেছেন নরেন্দ্র মোদী। সাংবাদিক সম্মেলন তিনি জানান এই ১০০ দিনে গরীব কল্যাণ, নিরাপত্তা ও গৌরবকে অগ্রাধিকার দিয়ে কাজ করে চলছেন প্রধানমন্ত্রী। বিভিন্ন প্রকল্পে প্রধানমন্ত্রী ইতিমধ্যে ১৫ লক্ষ কোটি টাকার অধিক ব্যয় করেছেন। সবচেয়ে বেশি তিনি গুরুত্ব দিয়েছেন গরীব কল্যাণ, নিরাপত্তা, জাতীয় সড়ক, কৃষক কল্যাণ ও নারী স্বশক্তিকরনের উপর। তিনি বলেন,যুবদের দক্ষতা উন্নয়নের জন্য ২ লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এতে পরবর্তী ৫ বছরে ৪১ মিলিয়ন কোটি যুবকের উপকার হবে। দীন দয়াল অন্ত্যোদয় যোজনা জাতীয় গ্রামীণ জিবিকা মিশন-এর অধীন ১০ কোটি মহিলাকে সংগঠিত করে ৯০ লক্ষেরও বেশি স্বনির্ভর গোষ্ঠী গঠন করা হয়েছে।রেল, সড়ক ও আকাশ পথে যোগাযোগের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা প্রকল্পে ৪৯ হাজার কোটি টাকা ব্যয় করে ২৫ হাজার গ্রামকে সংযুক্ত করার জন্য অনুমোদন দেওয়া হয়েছে। কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে কিষান সম্মান নিধি প্রকল্পের ১৭ তম কিস্তি প্রদানের প্রস্তুতি নেওয়া হয়েছে। এতে ব্যয় হবে প্রায় ২০ হাজার কোটি টাকা। এতে লাভবান হবে ৯.৩ কোটি কৃষক। ২০২৪-২৫ সালে খারিপ ফসলের সহায়ক মূল্য বৃদ্ধি করা হয়েছে অগ্রাধিকারের ভিত্তিতে। জম্মু-কাশ্মীরে ৩ হাজার ৩০০ কোটি টাকার কৃষি ও উন্নয়ন মূলক প্রকল্পের সুচনা করা হয়েছে।করের ক্ষেত্রেও ছাড়ের ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী।

Related posts

Smart Meters installation begins in govt offices, Minister residences: Power Minister

পশ্চিম জেলার ১২ টি জায়গায় হবে মহড়া

বিজেপি সরকারের সমালোচনায় প্রদেশ কংগ্রেস মুখপাত্র