অস্ত্র পূজা হল টি এস আর ক্যাম্পে

আগরতলা : দেবশিল্পী বিশ্বকর্মা পূজা। গোটা দেশের সঙ্গে রাজ্যেও পুজিত হচ্ছেন দেবশিল্পীl মঙ্গলবার প্রতি বছরের মতো এবছরও আর কে নগরস্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের তরফে হয় পূজা। জওয়ানরাও রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন করে।আইন শৃঙ্খলা রক্ষা এবং দেশের অখন্ডতা রক্ষায় আরক্ষা কর্মীদের বড় ভূমিকা রয়েছে। অস্ত্র হাতে দিন রাত পরিশ্রম করে চলেন তারা শান্তি ও নিরপত্তার স্বার্থে। মঙ্গলবার বিশ্বকর্মা পূজার পাশাপাশি অস্ত্র পূজাও করা হয় টি এস আর দ্বিতীয় বাহিনীর সদর কার্যালয়ে। এদিন অস্ত্র পূজা দেন টি এস আর জওয়ানেরা। সঠিক সময়ে যেন এই অস্ত্র কাজে লাগে তাঁর প্রার্থনা করেন তারা। টি এস আর দ্বিতীয় বাহিনীর এক অফিসার জানান প্রতি বছর বিশ্বকর্মা পুজার পাশাপাশি অস্ত্র পূজা করা হয়ে থাকে টি এস আর দ্বিতীয় বাহিনীর সদর দপ্তরে। তিনি আরও জানান সঠিক সময়ে যেন অস্ত্র গুলি কাজে আসে তার জন্য অস্ত্র পুজা করা হয়ে থাকে। এদিন জওয়ানদের মধ্যে বিশ্বকর্মা পূজা ঘিরে বেশ উৎসাহ লক্ষ্য করা যায়।

Related posts

PACS to be computerized, multi-purpose PACS at Panchayat level Soon: CM

ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় জি আর পির জালে রাজ্য ও বহিঃরাজ্যের ৯ জন

সমবায় ক্ষেত্রে উন্নয়নের মাধ্যমে দেশকে শক্তিশালী করা সম্ভব হবে: মুখ্যমন্ত্রী