আগরতলা : রাজ্যেও বিক্ষোভ কর্মসূচী ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের। সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে নিয়ে কুরুচিকর মন্তব্য-র প্রতিবাদে দেশজুড়ে আন্দোলনে নামলো কংগ্রেস। প্রতিবাদ- বিক্ষোভে শামিল হয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসও। বুধবার দলের তরফে আগরতলায় বিক্ষোভ দেখানো হয় এবং পশ্চিম থানায় মামলা করা হয়। পশ্চিম থানায় মামলা করা হয় মহারাষ্ট্রের শিব সেনা দলের বিধায়ক সঞ্জয় গাইকোইয়াড, কেন্দ্রীয় মন্ত্রী রবরীত সিং বিট্টু, দিল্লির প্রাক্তন বিজেপি বিধায়ক তারবিন্দর সিং সহ চারজনের বিরুদ্ধে। এদিন প্রদেশ কংগ্রেস ভবনের সামনে বিক্ষোভ দেখান কংগ্রেস নেতা- কর্মীরা। উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মণ, গোপাল চন্দ্র রায়, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বর্ষীয়ান কংগ্রেস নেতা পীযূষ কান্তি বিশ্বাস, মহিলা কংগ্রেস সভানেত্রী শর্বাণী ঘোষ চক্রবর্তী, যুব কংগ্রেস সভাপতি নীল কমল সাহা, মুখপাত্র প্রবীর চক্রবর্তী, কংগ্রেস নেতা শান্তি রঞ্জন দেবনাথ সহ অন্যরা। তাদের অভিযোগ বিজেপি ও তার সহযোগী দলের মন্ত্রী, বিধায়ক ও নেতারা “রাহুল গান্ধীর প্রতি কুরুচিকর মন্তব্য করেছেন। এমনকি প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এসবের প্রতিবাদ জানিয়ে অভিযুক্ত বিজেপি ও সহযোগী দলের মন্ত্রী বিধায়কদের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। এদিন বিক্ষোভ সভায় কুশপুতুল পোড়ানো হয় অভিযুক্তদের।
বিজেপি ও সহযোগী দলের ৪ মন্ত্রী- বিধায়কের বিরুদ্ধে পশ্চিম থানায় মামলা কংগ্রেসের
253