আট দফা দাবিতে শ্রম কমিশনারের কাছে স্মারকলিপি জমা দিল নির্মাণ শ্রমিক ফেডারেশনের

আগরতলা : আট দফা দাবিতে শ্রম কমিশনারের কাছে স্মারকলিপি জমা দিল নির্মাণ শ্রমিক ফেডারেশনের ত্রিপুরা রাজ্য কমিটি।শুক্রবার সংগঠনের তরফে এক প্রতিনিধি দল অফিসলেন শ্রম ভবনে কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে দাবি সনদ তুলে দেন।প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি নীরোদ সাহা, নির্মল রায়, তপন দাস সহ অন্যরা। তাদের ৮ দফা দাবির মধ্যে রয়েছে আসন্ন শারদ উৎসবের প্রাক-কালে শ্রমিকদের বোনাস ও এগ্রেসিয়া দেওয়া, নির্মাণ, ইটভাটা, কাষ্ঠ শিল্প শ্রমিকদের মজুরি বাড়ানো, নির্মাণ শ্রমিকদের ব্যাপক ভাবে নির্মাণ প্রকল্পের আওতায় নিয়ে আসা, নির্মাণ কল্যাণ পর্ষদের অর্থ বেআইনিভাবে অন্যত্র হস্তান্তর না করা, কর্মক্ষেত্রে নির্মাণ শ্রমিকদের সুরক্ষা সুনিশ্চিত করা, কর্মক্ষেত্রে মহিলা শ্রমিকদের সুরক্ষা সহ আলাদা শৌচাগার ও বিশ্রামাগারের ব্যবস্থা করার দাবি জানায় সংগঠন

Related posts

Power Minister extends financial help to two needy families in Mohanpur

প্রথম ডিভিশন ফুটবলে ফরোয়ার্ড ক্লাব ও টাউন ক্লাবের হাড্ডাহাড্ডি লড়াই, ম্যাচ ড্র

বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার উদ্যোগে শিক্ষা অধিকর্তাকে ডেপুটেশন, কিচেন গার্ডেন নিয়ে একাধিক দাবি