আগরতলা : রাজ্যের ব্লাড ব্যাংক গুলিতে যাতে রক্তের সংকট দেখা না দেয় সেজন্য সকলের কাছে আহ্বান রাখলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। তিনি বলেন রক্তদানের চেয়ে গুরুত্বপূর্ণ কোন মহৎ দান হতে পারে না। রাজ্যে ১২ টি সরকারি ব্লাড ব্যাঙ্ক রয়েছে এবং ২ টি বেসরকারি ব্লাড ব্যাঙ্ক রয়েছে। শনিবার আগরতলা পুর নিগমের ৪৬ নং ওয়ার্ডের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মাতৃপল্লীস্থিত ওয়ার্ড অফিসে এই রক্তদান শিবির হয়।শিবিরের উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। উপস্থিত ছিলেন এলাকার বিধায়িকা মিনারাণী সরকার সহ অন্যান্যরা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন রক্তদানের চেয়ে গুরুত্বপূর্ণ কোন মহৎ দান হতে পারে না। রাজ্যে ১২ টি সরকারি ব্লাড ব্যাঙ্ক রয়েছে এবং ২ টি বেসরকারি ব্লাড ব্যাঙ্ক রয়েছে। এদিন রক্তদান শিবির ঘিরে এলাকার লোকজনের মধ্যে বেশ উৎসাহ লক্ষ্য করা যায়।