যোগেন্দ্রনগর রেলস্টেশন এলাকায় গাঁজা সহ আটক দুই

আগরতলা : ফের গাঁজা সহ আটক দুই। নেশাকারবারিরা বিভিন্নভাবে ট্রেনের মাধ্যমে বহিঃরাজ্যে গাঁজা পাচারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। মাঝে মধ্যে পুলিস অভিযান চালিয়ে উদ্ধার করতে সক্ষম হচ্ছে গাঁজা। ফের পাচারের আগেই আটক গাঁজা। গোপন খবরের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় পূর্ব থানা ও কলেজটিলা ফাঁড়ির পুলিস অভিযান চালায় যোগেন্দ্রনগর রেল স্টেশন সংলগ্ন এলাকায়। তখনই দুই নেশা কারবারিকে আটক করে। উদ্ধার করা হয় ৩৫ কেজি গাঁজা। যার বাজার মূল্য আনুমানিক ২ লাখ ৫০ হাজার টাকা বলে জানান পূর্ব আগরতলা থানার পুলিস। গাঁজা পাচারকারীরা হল রাসেল মিয়া ,বাড়ি সোনামুড়া। অপরজন কমল কৃষ্ণ দে ,বাড়ি মলয়নগর এলাকায়। মঙ্গলবার পুলিশ রিমান্ড চেয়ে আদালতে তাদের সোপর্দ করা হয়। ওসি রানা চ্যাটার্জী জানান তাদের অন্য সঙ্গীদের জালে তোলার চেষ্টা চলছে।

Related posts

এনসিসির এক ভারত শ্রেষ্ঠ ভারত শিবিরের প্রায় ৫০০ ক্যাডেট অংশ গ্রহণ করে

শিশু শ্রম বন্ধে অভিযানে নেমে রাজধানীতে উদ্ধার দুই কিশোর

রাজধানীতে প্রতিবাদ কর্মসূচী ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের