বৈরীরা আত্মসমর্পণ করায় ধন্যবাদ জানালেন বিজেপি সভাপতি

আগরতলা : কিছুদিন আগে রাজ্য , কেন্দ্রীয় সরকার ও দুইটি বৈরী সংগঠনের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তির ভিত্তিতে মঙ্গলবার ৫৮৪ জন উগ্রবাদী জীবনের মূল স্রোতে ফিরে এসেছেন। উগ্রবাদী সংগঠনের নেতা বিশ্ব মোহন দেববর্মা, পরিমল দেববর্মা, প্রসেনজিৎ দেববর্মা ও মলিন্দ্র দেববর্মা হিংসার রাস্তা ত্যাগ করে জীবনের মূল স্রোতে ফিরে আসায় তাদের ধন্যবাদ জানান প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য।এদিন প্রদেশ বিজেপি কার্যালয়ে হয় সাংবাদিক সম্মেলন। উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির মিডিয়া ইনচার্জ সুনিত সরকার ও প্রদেশ বিজেপির সাধারন সম্পাদক বিপিন দেববর্মা।সাংবাদিক সম্মেলনে রাজীব ভট্টাচার্য বলেন আত্মসমর্পণকারিরা এবহু আগ্নেয়াস্ত্র জমা দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নের জন্য যে কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছেন, তার প্রতি আস্তা রেখে এদিন একসাথে ৫৮৪ জন বৈরী মূল স্রোতে ফিরে এসেছে।এজন্য রাজীব বাবু ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপির সর্বভারতীয় সভাপতি ও রাজ্যের মুখ্যমন্ত্রীকে।এদিকে সোমবার প্রদেশ কংগ্রেসের রাজ্য পুলিশের মহানির্দেশকের কার্যালয় ঘেরাও কর্মসূচী নিয়ে তিনি বলেন, বিরোধীরা বিরোধিতা করবে। এইটা স্বাভাবিক। কিন্তু তাদের ইস্যু হচ্ছে রাজ্যে আইনের শাসন নেই, রাজ্যে ধর্ষণের শিকার নারিরা। রাজীব ভট্টাচার্য এইদিন স্পষ্ট ভাষায় বলেন জোট আমলের কথা মানুষ ভুলে যায় নি। সেই সময় মানুষ কথা বলতে পারেন নি। বর্তমান সময়ে কোন সন্ত্রাস হলে সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করা হয়। সম্প্রতি কয়েকজন সাংবাদিক আক্রান্ত হয়েছে আগরতলা শহরের বুকে। সাথে সাথে পুলিশ পদক্ষেপ গ্রহণ করেছে। অভিযুক্তরা বর্তমানে জেল হেপাজতে রয়েছে।

Related posts

Smart Meters installation begins in govt offices, Minister residences: Power Minister

পশ্চিম জেলার ১২ টি জায়গায় হবে মহড়া

বিজেপি সরকারের সমালোচনায় প্রদেশ কংগ্রেস মুখপাত্র