দাবি আদায়ে ফের পি সি সি এফের দ্বারস্থ বন দপ্তরের অস্থায়ী কর্মীরা

আগরতলা : মুখ্য বন সংরক্ষককে এক মাসের সময় বেঁধে দিলেন দপ্তরের অস্থায়ী কর্মীরা। এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে বড় আন্দোলনে নামার হুমকিও দিয়েছেন। নিয়মিতকরনের দাবিতে ফের সরব হল বন দপ্তরের অস্থায়ী কর্মীরা। বন দপ্তরের অধীন প্রায় ৩৬৩ জন কর্মী রয়েছেন যারা দীর্ঘ বছর ধরে স্থির বেতনে অস্থায়ী কর্মী হিসাবে কাজ করে আসছেন। এই অস্থায়ী কর্মীরা নিয়মিতকরনের জন্য দাবি জানিয়ে আসছেন। বহুবার তারা আন্দোলনও করেছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার ফের একবার বন দপ্তরের অস্থায়ী কর্মীরা দপ্তরের পিসিসিএফ-র কাছে ডেপুটেশান দেয়। বন দপ্তরের অস্থায়ী কর্মীরা জানান মাসে তারা ১২ হাজার টাকা বেতন পান। এই টাকা দিয়ে সংসার চালাতে তাদের কষ্ট হয়। তাই তাদের দাবি গ্রুপ-ডি পদ সৃষ্টি করে তাদেরকে গ্রুপ-ডি কর্মী হিসাবে স্বীকৃতি দিয়ে সকল ধরণের সুযোগ সুবিধা দেওয়ার।দাবি পূরণ নাহলে বৃহত্তর আন্দোলনের হুমকিও দিয়েছেন। এখন দেখার কর্তৃপক্ষ কি পদক্ষেপ নেয়?

Related posts

PACS to be computerized, multi-purpose PACS at Panchayat level Soon: CM

ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় জি আর পির জালে রাজ্য ও বহিঃরাজ্যের ৯ জন

সমবায় ক্ষেত্রে উন্নয়নের মাধ্যমে দেশকে শক্তিশালী করা সম্ভব হবে: মুখ্যমন্ত্রী