অধিক দাম নেওয়ার বিষয় সামনে আসবে বলেই প্রশাসনের কাজে বাধা?

আগরতলা : রাজধানীর বটতলা বাজারে গিয়ে একাংশ মাছ ব্যবসায়ীর ক্ষোভের মুখে পড়েন সদর মহকুমা প্রশাসনের এনফোর্সমেন্ট টিম। বিষয়টি মহকুমা শাসককে জানানো হবে বলে জানান অভিযানকারী দলের আধিকারিকরা। দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ, প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার বন্ধ করা সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখতে বাজারগুলিতে অভিযান চালানো হচ্ছে সদর মহকুমা প্রশাসনের তরফে। অনিয়ম পেলে নোটিসও দেওয়া হচ্ছে। মঙ্গলবার মহকুমা প্রশাসনের ডিসি এম, খাদ্য দপ্তরের আধিকারিকরা বটতলা বাজারে যায় অভিযান চালাতে। তারা সবজি, মুদির দোকান, হোটেল- রেস্টুরেন্টে অভিযান চালায়। ৫ টি মুদির দোকানে অনিয়ম পাওয়ায় তাদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিস দেওয়া হবে বলে জানান এক আধিকারিক। তাছাড়া ডোমেস্টিক সিলিন্ডার ব্যবহার করায় উদ্ধার করা হয়েছে হোটেল- রেস্টুরেন্ট থেকে। পরে প্রশাসনের এক আধিকারিক জানান, মাছ ব্যবসায়ীরা কম দামে মাছ এনে অধিক দামে বিক্রি করছেন। এতে সমস্যা হবে ব্যবসায়ীদের তাই প্রশাসনের কাজে বাধা দেওয়ার চেষ্টা।তবে প্রশাসনের কাজ চলবে। আধিকারিক জানান বিষয়টি তারা সদর মহকুমা শাসকের গোচরে নেবেন। মহকুমা শাসক প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

Related posts

টি এফ এ পরিচালিত কাজল স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করলো টাকারজলা দ্বাদশ

PACS to be computerized, multi-purpose PACS at Panchayat level Soon: CM

ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় জি আর পির জালে রাজ্য ও বহিঃরাজ্যের ৯ জন