আগরতলা : শুভঙ্কর সাহা খুনকাণ্ডে এখন পর্যন্ত গ্রেপ্তার ৫ জন। আমতলী থানাধিন কাঞ্চননগরের শুভঙ্কর সাহা খুন কাণ্ডে গ্রেপ্তার আরও দুইজন। এনিয়ে এই খুনকাণ্ডে গ্রেপ্তার হয়েছে ৫ জন। তাদের মধ্যে ৪ জন পুলিস রিমান্ডে আর একজন জেল হাজতে রয়েছে। ঘটনায় আরও একজন অভিযুক্ত পলাতক। ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পূজার দিনে আমতলী থানার অন্তর্গত কাঞ্চননগর এলাকায় শুভঙ্কর সাহা বাড়ি যাওয়ার পথে আক্রান্ত হন। পরের দিন জিবি হাসপাতালে মারা যায় শুভঙ্কর সাহা। আমতলী থানায় পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা করে পরিবারের তরফে। পুলিস ঘটনার তদন্তে নেমে প্রথমে একজনকে গ্রেপ্তার করে। এর পরে আরও দুইজন ধরা পড়ে। বুধবার সন্ধ্যায় ধরা পড়ে দুইজন।আমতলী থানার ওসি জানান পলাতক অভিযুক্তকে গ্রেপ্তার করতে চেষ্টা চলছে।
শুভঙ্কর সাহা খুনকাণ্ডে এখন পর্যন্ত গ্রেপ্তার ৫ জন
163