আগরতলা : জনজাতি কল্যাণ দপ্তরের অধীন বিভিন্ন হস্টেলের ছাত্র-ছাত্রীদের মধ্যে বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিলি করা হয়। সোমবার রাজধানীর সুকান্ত একাডেমিতে এক অনুষ্ঠানের মাধ্যমে সরকারি সকল জনজাতি হোস্টেলের ছাত্র-ছাত্রীদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। একই সাথে সরকার পরিচালিত এসটি হোস্টেলের ছাত্র-ছাত্রীদের মধ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতীদের পুরষ্কার দেওয়া হয়। এদিন মোট ৪৫ জন কৃতি ছাত্র-ছাত্রীকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, দপ্তরের অধিকর্তা শুভাশিস দাস সহ অন্যান্যরা। মন্ত্রী বিকাশ দেববর্মা জানান মোট ১৬৪ টি হোস্টেলকে খেলাধুলার সামগ্রী দেওয়া হয়েছে। পাশাপাশি ৪৫ জন জনজাতি কৃতি ছাত্র-ছাত্রীকে পুরষ্কার দেওয়া হয়েছে।এদিন অনুষ্ঠানে ১৬৪ টি হোস্টেলের ছাত্র-ছাত্রীর মধ্যে খেলাধুলার সামগ্রী বিলি করা হয়।