আগরতলা : বন্যার্তদের পর্যাপ্ত ক্ষতিপূরণ সহ বিভিন্ন দাবিতে রাজ্যজুড়ে আন্দোলনে নামলো ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। সোমবার একযোগে রাজ্যের সবকটি মহকুমায় মিছিল করে মুখ্যসচিবের উদ্দেশ্যে মহকুমা শাসকদের কাছে স্মারকলিপি জমা দিল কংগ্রেস। রাজধানী আগরতলায়ও হয় অনুরূপ কর্মসূচী। সম্প্রতি বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে রাজ্যের মানুষের। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক, মৎস্যজীবি, পশুপালক সহ শ্রমজীবি মানুষকে পর্যাপ্ত আর্থিক সহায়তা দেওয়ার দাবিতে সদর মহকুমা শাসকের কাছে ডেপুটেশান প্রদান করল সদর জেলা কংগ্রেস। এদিন কংগ্রেস ভবনের সামনে থেকে শুরু হয় মিছিল। মিছিলের সামনে ছিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ সহ অন্যান্যরা। মিছিল শহরের বিভিন্ন পথ ঘুরে সদর মহকুমা শাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখান থেকে এক প্রতিনিধি দল সদর মহকুমা শাসকের কার্যালয়ে গিয়ে দাবি সনদ পেশ করেন। কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ জানান বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে ত্রিপুরা রাজ্যের মানুষের। কিন্তু কেন্দ্রীয় সরকার বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য একটি টাকাও প্রদান করেনি। শুধু তাই নয়, বন্যায় ক্ষতিগ্রস্তদের খোঁজ নেওয়ারও কেউ নেই। তাই এইদিন ২৩ টি মহকুমার মহকুমা শাসকের নিকট ডেপুটেশান প্রদান করল কংগ্রেশের কর্মী সমর্থকরা। এদিন কংগ্রেসের কর্মসূচীকে ঘিরে সারা রাজ্যে ব্যাপক সাড়া পড়েছে। বহু কর্মী- সমর্থক এতে অংশ নিয়েছেন।
বন্যার্তদের পর্যাপ্ত ক্ষতিপূরণ সহ বিভিন্ন দাবিতে রাজ্যজুড়ে আন্দোলনে নামলো ত্রিপুরা প্রদেশ কংগ্রেস
116