আগরতলা : শিশু- কিশোররা কোন অপরাধ সংঘটিত করলে অন্যদের মতো তাদের বিচার না করে শিশুদের মতো করার জন্য লাগু হয় জুভেনাইল জাস্টিস অ্যাক্ট। ২০১৬ সালের জানুয়ারি এই আইন চালু হয়। ব্রিশপ্তিবার এক সেমিনারে ত্রিপুরা শিশু সুরক্ষা অধিকার কমিশনের চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মা একথা বললেন।জাতীয় শিশু সুরক্ষা কমিশনের উদ্যোগে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের সহযোগিতায় বৃহস্পতিবার সেমিনার হয়। রাজধানীর শহিদ ভগৎ সিং যুব আবাসে এই সেমিনার হয়। জুভেনাইল জাস্টিস আইন ও শিশু শ্রমের উপর এই সেমিনার। উপস্থিত ছিলেন প্রাক্তন বিচারপতি এস জি চট্টোপাধ্যায়, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের অধিকর্তা তপন দাস, রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মা সহ অন্যান্যরা। সেমিনারে আলোচনা করতে গিয়ে ত্রিপুরা রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মা বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং আগামী দিনে কি করনীয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
জুভেনাইল জাস্টিস অ্যাক্ট ও শিশু শ্রম নিয়ে সেমিনার
100