আগরতলা : ২০২৩-২৪ অর্থবর্ষের জন্য ৩৯৭ কোটি টাকার বাজেট পেশ করলেন আগরতলা পুর নিগমের মেয়র। শুক্রবার পুর নিগমের কনফারেন্স হলে এই বাজেট পেশ হয়। প্রায় ৫৫ লাখ টাকার ঘাটতি পেশ করলেন মেয়র দীপক মজুমদার।বিধানসভা নির্বাচনের জন্য নির্দিষ্ট সময়ে পূর্ণাঙ্গ বাজেট পেশ করা যায়নি রাজ্য সরকারের মতো পুর নিগমেরও। তাই রাজ্য বাজেটের পরে নিগমের পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হয়েছে এদিন। নিগমের কনফারেন্স হলে নিগমের মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র, কমিশনার, নিগমের অন্যান্য কর্পোরেটর ও আধিকারিকরা। প্রস্তাবিত বাজেটে আয় ধরা হয়েছে ৩৯,৬৪৪.৭৮ লক্ষ টাকা। ঘাটতি দেখানো হয়েছে ৫৫.২২ লক্ষ টাকা। ১০ আগস্ট বাজেটের উপর আলোচনার পর তা পাস হবে। মেয়র জানান, পুর বাসিন্দাদের কাছে উন্নত পরিষেবা পৌঁছে দেওয়াই লক্ষ্য। বাজেটে জোর দেওয়া হয়েছে শহরের সৌন্দর্যায়নের উপরেও। ২০২২-২৩ অর্থ বছরের বাজেটে ব্যয় ধরা হয়েছিল ৩৬৭ কোটি টাকা। তবে ঘাটতি কিভাবে মেটানো হবে স্পষ্ট কিছু বলা নাহলেও বাজেটের ঘাটতি পূরণে ফের করের বোঝা পুর নাগরিকদের উপরে নিগম চাপাতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।