ট্রাফিক হেনস্তার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি

আগরতলা : খোদ মুখ্যমন্ত্রীর বিধানসভা এলাকায় ট্রাফিক কর্মী হেনস্তার অভিযোগ। প্রকাশ্যে জনবহুল এলাকায় হেনস্তার শিকার হওয়ার ঘটনায় বিভিন্ন মহলে নিন্দার ঝড় বইছে। ঘটনার প্রতিবাদ জানিয়ে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে আন্দোলনে সদর জেলা কংগ্রেস।শনিবার সদর জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে ঘটনার প্রতিবাদ জানিয়ে সদর মহকুমা পুলিশ আধিকারিকের অফিসের সামনে বিক্ষোভ দেখানো হয়। এদিন কংগ্রেস কর্মী সমর্থকরা প্রথমে প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিল করে সদর মহকুমার পুলিশ আধিকারিকের কার্যালয়ের সামনে যায়। তারা সেখানে বিক্ষোভ প্রদর্শন করে হাতে প্ল্যাকার্ড নিয়ে। সদর জেলা কংগ্রেস সভাপতি জানান সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মীকে হেনস্তা করা হয়েছে। অথচ পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করেনি। সদর জেলা কংগ্রেস সভাপতি দাবি জানান শুক্রবারের ঘটনার সাথে যারা জড়িত অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করার। শুক্রবার ঘটনাটি ঘটে রাজধানীর নেতাজী চৌমুহনী এলাকায়।

Related posts

কেন্দ্রীয় বাজেটের প্রতিবাদ জানাল আমরা বাঙালী

চুরি যাওয়া সামগ্রী সহ দুই চোরকে জালে তুলল পুলিস

বিদ্যাদেবী সরস্বতীর আরাধনায় ব্রতী হয়েছেন সকলে