কদমতলার ঘটনায় দোষীদের ছাড়া হবে না- বিজেপি মুখপাত্র

আগরতলা : বেশ কিছুদিন ধরে রাজ্যে সামাজিক ও রাজনৈতিকভাবে অস্থিরতা তৈরি করার চেষ্টা চলছে। যাতে জনগণের নজর অন্যদিকে ঘুরে যায় এবং সরকারের উপর চাপ সৃষ্টি হয়। কিন্তু এই বিষয়ে ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদের সচেতন করে রেখেছিল। তারপরও একটা চক্র এই বিষয়গুলি নিয়ে মেতে উঠেছে। রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে এই মন্তব্য করে বিরোধীদের কাঠগড়ায় তুললেন প্রদেশ বিজেপি-র প্রবক্তা নবেন্দু ভট্টাচার্য। সোমবার তিনি প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে আরো বলেন, কদমতলার উত্তপ্ত পরিস্থিতির দিকে রাজ্য সরকার তীক্ষ্ণ দৃষ্টি রাখছে। কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। সেখানে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের পাঠানো হয়েছে। এই ঘটনার পেছনে যারা সরাসরি জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যারা তাদের প্ররোচনা দিয়েছে এবং উন্মাদনা সৃষ্টির চেষ্টা করেছে তারাও কোনোভাবেই রেহাই পাবে না। পুলিশ তদন্ত শুরু করেছে। যা যা ব্যবস্থা নেওয়ার নেবে পুলিশ। তার জন্য সরকারের কাজে সমর্থন করে বিজেপি। কারণ এই ধরনের ঘটনা কোনভাবেই বরদাস্ত করা যায় না।

Related posts

Scouts and Guides play vital role in society: CM

হিমাচল প্রদেশের দুর্যোগ মানুষদের পাশে ত্রিপুরা প্রদেশ বিজেপি

Chakma Script and Language Day to be observed on August 7: Ratan Lal Nath