মাঝে মাঝে আনন্দের পরিবেশ নষ্ট করার চেষ্টা করে অনেকে—মুখ্যমন্ত্রী

আগরতলা : চতুর্থীর সন্ধ্যায় প্রতাপগড়স্থিত গ্রিন এরো ক্লাবের পূজা মণ্ডপ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হল। সোমবার সন্ধ্যায় গ্রিন এরো ক্লাবের পূজা মণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সঙ্গে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা। গ্রিন এরো ক্লাবের পূজা মণ্ডপের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা জানান বাঙ্গালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজা। ত্রিপুরা রাজ্যে জাতি জনজাতি সকলের উৎসব দুর্গা পূজা। দুর্গা পূজা উপলক্ষ্যে সকলের মধ্যে আনন্দের ভাব পরিলক্ষিত হচ্ছে। সব জায়গায় আনন্দের পরিবেশ রয়েছে। মাঝে মাঝে আনন্দের পরিবেশ নষ্ট করার চেষ্টা করে অনেকে। মুখ্যমন্ত্রী সকলকে সতর্ক থাকার আহ্বান জানান।

Related posts

সরকারি দপ্তরে একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে পথে নামলো বাম যুবরা

মশার উৎপাত বন্ধের দাবিতে সোচ্চার সিপিএম

শ্রমিকদের সুরক্ষার উপরে জোর দেওয়া হয়েছে জাতীয় সুরক্ষা সপ্তাহে