অনেকে চেষ্টা করছে উন্নয়নের কাজে বাধা দেওয়ার—মুখ্যমন্ত্রী

আগরতলা : রাজ্য সরকার উন্নয়নের চেষ্টা করছে। অনেকে চেষ্টা করছে সেই উন্নয়নের কাজে বাধা দেওয়ার। কারন উন্নয়ন হয়ে গেলে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখা কষ্টকর হয়ে যাবে। সোমবার রাজধানীর উজ্জয়ন্ত প্যালেস গার্ডেনের সংস্কার ও পুনরুদ্ধার প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।ফলক উন্মোচন করে উজ্জয়ন্ত প্যালেস গার্ডেনের সংস্কার ও পুনরুদ্ধার প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব সহ অন্যান্যরা।বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন উজ্জয়ন্ত প্রাসাদ ত্রিপুরা রাজ্যের ইতিহাস ও ঐতিহ্যের নিদর্শন। উজ্জয়ন্ত প্রাসাদের পুনরুদ্ধার ও পুনঃসংস্কার করা হয়েছে। এতে করে আগরতলা শহর ও ত্রিপুরা রাজ্যের সংজ্ঞা পাল্টে গেছে। উজ্জয়ন্ত প্রাসাদে সেলফি পয়েন্টের ব্যবস্থা রাখা হয়েছে। মানুষ যেন সুন্দরভাবে থাকতে পারে সেই ব্যবস্থা সরকার করছে। মুখ্যমন্ত্রী আশাব্যক্ত করেন মানুষ উজ্জয়ন্ত প্রাসাদে গিয়ে আনন্দ উপভোগ করতে পারবে। মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন রাজ্য সরকার উন্নয়নের চেষ্টা করছে। অনেকে চেষ্টা করছে সেই উন্নয়নের কাজে বাধা দেওয়ার। কারন উন্নয়ন হয়ে গেলে তারা কি করবে। উন্নয়ন হয়ে গেলে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখা কষ্টকর হয়ে যাবে। তারা যতই বাধা দেওয়ার চেষ্টা করুক লাভের লাভ কিছুই হবে না।পূজার প্রাক-মুহূর্তে উজ্জয়ন্ত প্যালেস গার্ডেনের সংস্কার ও পুনরুদ্ধার প্রকল্পের উদ্বোধন ঘিরে বেশ সাড়া পড়ে।

Related posts

সরকারি দপ্তরে একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে পথে নামলো বাম যুবরা

মশার উৎপাত বন্ধের দাবিতে সোচ্চার সিপিএম

শ্রমিকদের সুরক্ষার উপরে জোর দেওয়া হয়েছে জাতীয় সুরক্ষা সপ্তাহে