প্যালেস্তাইনের গাঁজা ভূখণ্ডে ইজরায়েলের আক্রমণের প্রতিবাদে সভা ৫ বাম দলের

আগরতলা : পুঁজিবাদকে ধ্বংস করা না গেলে সাম্রাজ্যবাদ, ফ্যাসিবাদকে ধ্বংস করা যাবে না। তা করা না গেলে যুদ্ধ বন্ধ করা যাবে না। সোমবার ৫ বাম দলের তরফে প্রতিবাদ সভায় একথা বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। প্যালেস্তাইনের গাঁজা ভূখণ্ডে আক্রমণ চালাচ্ছে ইজরায়েল। বহু নিরিহ মানুষ মারা যাচ্ছে। এই আক্রমণের প্রতিবাদ জানিয়ে সারা দেশে এদিন প্রতিবাদ সভা করে ৫ বাম দল। এদিন রাজ্যেও হয় অনুরূপ কর্মসূচী। এদিন রাজধানীর প্যারাডাইস চৌমুহনীতে হয় সিপিএম, সিপিআই, আরএসপি, ফরওয়ার্ড ব্লক সহ ৫ দলের সভা। উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, ফরওয়ার্ড ব্লকের নেতা পরেশ সরকার, সিপিআই এম এলের নেতা পার্থ কর্মকার সহ অন্যরা। আলোচনা করতে গিয়ে মানিক সরকার গাজায় ইজরায়েলের আক্রমণের প্রতিবাদ জানান।তিনি ভারত সরকারের কাছে আহ্বান জানান প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে যাতে ভারতের কোন অস্ত্র ইজরায়েলের হাতে না যায় গাঁজা ভূখণ্ডে ব্যবহারের জন্য। মানিক সরকার বলেন, শ্রেণীহীন শোষণমুক্ত রাষ্ট্র ব্যবস্থা ভারতের বুকে গঠনের জন্য লড়াই করা হচ্ছে। গাজায় যে অমানবিক ঘটনা চলছে এনিয়ে বামপন্থীরা নির্বাক থাকতে পারে না। এজন্য সোচ্চার হচ্ছে বামেরা। যে লড়াই চলছে দেশেও একে ব্যাপক করার আহ্বান মানিক সরকারের।

Related posts

সদর মহকুমা সম্মেলনকে সামনে রেখে বাইক রেলি

CM pays tribute to martyred Indian Army soldier Subhankar Bhowmik

State Govt and Tata Technologies sign MoA for upgrading ITIs